যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে এখন থেকে বাড়তি ১ লাখ ডলার অর্থ গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। স্থানীয় সময় শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র : বিবিসি। যুক্তরাষ্ট্রের এ ভিসা এইচ-ওয়ানবি ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। এ ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতি বছর দেশটিতে পাড়ি জমান। কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি কর্মীদের বোঝা হিসেবে দেখছে। তারা বলছে, বিদেশি কর্মীর কারণে মার্কিনিদের মধ্যে বেকারত্ব বাড়ছে। বাড়তি ফি আরোপের পক্ষে ট্রাম্প প্রশাসন বলেছে, কর্মসূচিটির অপব্যবহার রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করা হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, এ ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট ১ হাজার ৫০০ ডলার খরচ করতে হতো।