দিনের প্রথম সেশনে খেলা শেষ করার তাগাদা দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাগতিক অধিনায়কের অনুরোধে খেলা আধাঘণ্টা বাড়ান দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও স্যাম নোগাস্কি। প্রথম সেশনে খেলা হয় ৩৯ ওভার। নাজমুল বাহিনী এক উইকেটের বেশি নিতে পারেনি। কার্টিস ক্যাম্ফার অটল দৃঢ়তায় একাই লড়াই করেন। তার দৃঢ়তায় মিরপুর টেস্ট পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে গড়ায়। আগের দিন ৬ উইকেট হারিয়ে কোণঠাসা আইরিশরা আরও ৫৯.২ ওভার ব্যাটিং করে। লড়াই করলেও হার এড়াতে পারেনি। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদের ঘূর্ণিতে মুশফিকুর রহিমের ১০০তম টেস্টটি বাংলাদেশ জিতেছে ২১৭ রানে। সিলেট টেস্ট জিতেছিল ইনিংস ও ৪৭ রানে। টানা দুই টেস্ট জিতে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মুশফিক। সিরিজসেরা হয়েছেন তাইজুল। দুই টেস্টে তাইজুলের উইকেট ১৩টি।
১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার অবিশ্বাস্য কীর্তি গড়েন মুশফিক। ক্যারিয়ারের শততম টেস্টে আবার সেঞ্চুরিও করেন। শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি রয়েছে ১১ ক্রিকেটারের। শুধু সেঞ্চুরিই করেননি মুশফিক, হাফ সেঞ্চুরিও করেন। মিরপুর টেস্টে মুশফিকের স্কোর ১০৬ ও অপরাজিত ৫৩। টেস্টটি যেমন মুশফিকের, তেমন তাইজুলেরও। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট ক্লাবের সদস্য হয়েছেন বাঁ-হাতি এ স্পিনার। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তিনি স্পর্শ করেছিলেন দেশসেরা ক্রিকেটা সাকিব আল হাসানকে। সাকিবের উইকেট ৭১ টেস্টে ২৪৬টি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নেন তাইজুল। মিরপুর টেস্ট শুরু করেছিলেন ২৪২ উইকেট নিয়ে। শেষ করেন ২৫০ উইকেট নিয়ে। তার উইকেট এখন ৫৭ টেস্টে ২৫০টি। দ্রুততম ২৫০ উইকেট নেওয়ার শিকারির তালিকায় তিনি সবার ওপরে। অবশ্য ৫৭ টেস্টে ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার রঙ্গনাহেরাথ ও পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়ার।
মুশফিক ও তাইজুলের মাইলস্টোনের টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৭৬ রান। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর ২৬৫। ফলোঅন না করিয়ে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নাজমুল বাহিনী। ৫০৯ রানের টার্গেট ছুড়ে আয়ারল্যান্ডকে অলআউট করে ১১৩.৩ ওভারে ২৯১ রানে। মিরপুরের টেস্ট ইতিহাসে কোনো দল চতুর্থ ইনিংসে ১০০ ওভার ব্যাটিং করেনি। আয়ারল্যান্ড এ রেকর্ডটি করে।