শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুল হয়ে যাচ্ছে রুক্ষ। চুলের সৌন্দর্য রক্ষার্থে সঠিক উপায়ে কন্ডিশনিং করার নিয়ম জানতে চাই।

শেলি শাফায়াত, বগুড়া।

 

সমাধান

প্রথমে মাইল্ড বা প্রোটিন শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিতে হবে। এবার মাথার ত্বক থেকে দুই ইঞ্চি রেখে পুরো চুলে ভালোভাবে কন্ডিশনার লাগান। কমপক্ষে ২০ মিনিট অপেক্ষা করার পর আলতো হাতে ম্যাসাজ করে নিন। এতে কন্ডিশনারের উপাদান চুলকে ময়েশ্চারাইজ করবে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। গরম পানি ব্যবহার করলে কন্ডিশনারে কাজ হবে না বরং চুল পড়া বেড়ে যায়। কন্ডিশনার ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মাথার ত্বকে না লাগে। কন্ডিশনার লাগলে চুল তৈলাক্ত হয় এবং চুল পড়া বেড়ে যায়।

 

পরামর্শদাতা-

শারমিন সেলিম তুলি

রূপ বিশেষজ্ঞ, বিয়ার বিজ অ্যান্ড বডি ওয়েক্স সেলুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর