শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : শোভন মেকওভার

সমস্যা

গ্রীষ্ম বিদায় নিল, বর্ষা এসে হাজির। এ সময় আমার ত্বকে ছুলির সমস্যা দেখা দেয়। তাই বর্ষার আগেই সতর্কতামূলক পরামর্শ চাইছি। কীভাবে মুক্তি পাব জানালে উপকৃত হব। পাশাপাশি ছুলির দাগ ঢাকার মেকআপ টিপস চাই।

সোফিয়া তানজিম, চট্টগ্রাম

সমাধান

ত্বকের ছুলির এই সমস্যাকে সাধারণত বলা হয় ফাঙ্গাল ইনফেকশন। প্রাথমিক পর্যায়ে এই সমস্যা দূর করতে নিম-মুলতানির প্যাক লাগাতে পারেন। খুব ইচিং হলে ঘামাচি পাউডারও লাগাতে পারেন। এতে সেরে না উঠলে অবশ্যই দক্ষ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এ ছাড়া গোসলের পর পর আমাদের গ্লোয়িং এরিয়াগুলো ড্রায়ার দিয়ে ড্রাই রাখলে, ঘাম প্রতিরোধক স্পেশাল ক্রিম ব্যবহার করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। ফাঙ্গাল ইনফেকশন বা ছুলির সমস্যা থাকা অবস্থায় মেকআপ করাকে আমি সমর্থন করব না। কিন্তু যদি সানবার্ন, মেছতার স্পট বা শ্বেতী রোগের মতো ছোপ ছোপ দাগ থাকে এবং সেখান থেকে ইচিং হয় না। তবে সেখানে কনসিলার ব্যবহার করে ফাউন্ডেশন লাগাবেন। এবং ত্বকের সমস্যায় ভারি মেকআপ একদমই নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর