শিরোনাম
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : শোভন মেকওভার

সমস্যা

  আমার বয়স ২৫। ত্বক অত্যন্ত তৈলাক্ত। তীব্র শীত ব্যতিত প্রায় সারা বছর ত্বক তৈলাক্ত থাকে। ত্বকের উপরিভাগে মাঝে মাঝেই একটি কালচে পরত পড়ে যায়। এ ছাড়াও ব্রণ আর র‌্যাশের সমস্যা তো আছেই। এই সমস্যা থেকে রেহাই পেতে করণীয় কী?

তিশা ফারিন, ময়মনসিংহ।

 

সমাধান

কমলা ও টক দইয়ের ফেসপ্যাক এমন ত্বকের জন্য খুবই উপকারী। কমলার খোসা বাটার সঙ্গে টক দই অথবা দুধের সর ভালো করে মিশিয়ে নিন। এবার তা ভালো করে মুখের ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে  ফেলতে হবে। এই মাস্কটি সপ্তাহে দুদিন ব্যবহারে আপনার তৈলাক্ত ত্বক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ত্বকে ব্রণ বা ফুসকুড়ির উপদ্রবও থাকবে না। এমন ত্বকের জন্য তরমুজের মাস্কও দারুণ উপকারী। সেজন্য একটি বাটিতে সমপরিমাণ তরমুজের রস ও লেবুর রস নিয়ে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালো ভাব নিমিষেই দূর করে। এই প্যাকটিও সপ্তাহে দুদিন ব্যবহার করায় যথেষ্ট।

পরামর্শদাতা-

শারমিন সেলিম তুলি

রূপ বিশেষজ্ঞ, বিয়ার বিজবিডি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর