২৬ জুন, ২০১৮ ১৩:৪৫

বিএনপি উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে: নানক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে: নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গাজীপুর সিটির ভোট নিয়ে বিএনপি উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আজকের নির্বাচনে তারা বিভিন্ন কেন্দ্রে কোনো এজেন্ট দেয়নি। তাদের প্রার্থীর দুর্বলতা ও দলীয় কোন্দলের কারণে তারা এজেন্ট দেয়নি। তারা দলীয় দৈন্যতায় ভুগছে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জিসিসি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, গাজীপুরের মানুষ ২০১৩ সালে বিএনপিকে ভোট দেয়। কিন্তু ওই সময় গাজীপুরের কোনো উন্নয়ন হয়নি। এবার স্বভাবতই সেখানকার জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে। ভোটাররাই আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে জয়ী করবে।

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগের জবাবে নানক বলেন, বিএনপি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। এটা তাদের মতলববাজি। তাদের মতলব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করে অগণতান্ত্রিক ব্যবস্থাকে উৎসাহিত করা।ক্ষমতা হারিয়ে তারা এখন উন্মাদ হয়ে গেছে। তাই ভিত্তিহীন নানা অভিযোগ করছেন। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর