২৯ নভেম্বর, ২০১৫ ১৪:৪৫

শীতে ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে যা করবেন

অনলাইন ডেস্ক

শীতে ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে যা করবেন

শীতের হাওয়া বইতে শুরু করেছে। আর সেই সঙ্গে তার প্রভাব পড়ছে ত্বকে, ঠোঁটে। অনেকেই আছেন যারা ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন। তাদের জন্য কিছু ঘারোয়া টিপস।

- এক চা চামচ মধু ও এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন ঠোঁটে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে অন্তত চারবার মিশ্রণটি ঠোঁটে লাগানোর চেষ্টা করুন। এতে ঠোঁট ফাটবে না আর ঠোঁট থাকবে নরম ও পেলব।

- গ্রিন টি ব্যাগ খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে। ব্যবহৃত টি ব্যাগ ঠোঁট দিয়ে চেপে ধরুন। চার মিনিট রাখুন। দিনে একবার করে করলেই হবে।

- নিয়মিত লেবুর রস লাগালে ঠোঁট ফাটা থেকে মুক্তি পাবেন। ঠোঁটের কালো ছোপ কমে যাবে। 

- এক চা চামচ দুধের সর ও তিন ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে মিশ্রণটা ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে  মিশ্রণটা লাগিয়ে নিন। ভালো ফল পাবেন। 

- অ্যালোভেরা জেল অর্থাৎ ঘৃতকুমারির রস ঠোঁটে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

- শসার রস ১৫-২০ মিনিট ঠোঁটে লাগিয়ে রাখুন | দিনে যতবার খুশি শশার রস লাগাতে পারেন |

- ঠোঁটে কয়েক ফোঁটা নারকেলের তেল লাগান। ঠোঁট ফাটা সেরে যাবে। এক্ষেত্রে আপনি অলিভ অয়েলও লাগাতে পারেন।


বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর