২২ জুন, ২০১৯ ১৩:৫৮

স্মার্টফোন আসক্তদের খুলিতে 'শিংয়ের মতো পিণ্ড'!

অনলাইন ডেস্ক

স্মার্টফোন আসক্তদের খুলিতে 'শিংয়ের মতো পিণ্ড'!

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে তরুণদের মাথার খুলির পেছনের অংশে 'শিংয়ের মতো' দেখতে হাড়ের বৃদ্ধি পাচ্ছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ইউনিভার্সিটি অব দ্য সানশাইনের গবেষকরা এমন তথ্য জানিয়েছেন।

১৮ থেকে ৩০ বছর বয়সী মানুষের ২০০ এর বেশি এক্স রিপোর্ট যাছাই করা হয়েছে এ গবেষণার জন্য। এতে দেখা যায়, গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ ভাগের মাথার খুলির পেছনে ১০ থেকে ৩১ মিলিমিটার আকারের পিণ্ড দৃশ্যমান।

বিষয়টি আরও যাছাই করার জন্য এমআরআই স্ক্যান ও রক্ত পরীক্ষা করা হয়। যাতে প্রমাণিত হয় এ শিংয়ের মতো দেখতে হাড়ের পিণ্ডটি কোনো জৈবিক কারণ কিংবা রোগের জন্য হয়নি। 

সূত্র: মিরর

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর