২ ডিসেম্বর, ২০২২ ১৯:১৫

হৃদরোগের আধুনিক চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

হৃদরোগের আধুনিক চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

হৃদরোগের আধুনিক চিকিৎসাবিষয়ক ১৭তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এবারের আন্তর্জাতিক সম্মেলন ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ৩৫ জন বিদেশিসহ মোট ১৭০ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে দেশি-বিদেশি ১৪০০ খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এছাড়া গত ৩০ নভেম্বর সম্মেলন পূর্ববর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আগামী ৩-৪ ডিসেম্বর সম্মেলন পরবর্তী কর্মশালা অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট (২০২৩ সালের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন) হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক জগৎ নারুলা উপস্থিত ছিলেন। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর