রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হয়েছে ‘হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার’। মঙ্গলবার (২৭ মে) সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আগামীকাল বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস উপলক্ষ্যে একটি মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কনসালটেন্ট ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসর ডা. বেগম রোকেয়া আনোয়ার, রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগম, ডা. আরিফ উর রহমান, ডা. রিফাত জিয়া হোসেন, ডা. তাসনিম হোসাইন এবং হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, “ব্লাড ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেকাংশে সুস্থ হওয়া সম্ভব। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএলএল) রোগে ৮০ শতাংশ পর্যন্ত আরোগ্য লাভ সম্ভব। এজন্য প্রয়োজন সময়মতো চিকিৎসা ও মানসম্পন্ন সেবা।”
বিডি প্রতিদিন/মুসা