ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) তার আইন বিভাগ গড়ে তুলেছে একটি ভবিষ্যৎমুখী, উদ্ভাবনী ও মানবিক চেতনায় সমৃদ্ধ শিক্ষাব্যবস্থার ভিত্তিতে। আইএসইউর আইন বিভাগের পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে বাংলাশে বার কাউন্সিল ও ইউজিসির নির্দেশনা অনুসারে, পাশাপাশি আন্তর্জাতিক মানের আইন শিক্ষার দৃষ্টিভঙ্গিও সংযোজিত হয়েছে। সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন, চুক্তি আইন, মানবাধিকার, আন্তর্জাতিক আইন থেকে শুরু করে পরিবেশ ও সাইবার আইন- সব বিষয়ের ওপরই রয়েছে গভীর মনোনিবেশ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ অনুযায়ী ২০১৮ সালে ৩ জুন প্রতিষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড গ্রুপের দুই কর্ণধার ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আইএসইউ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল আউয়াল খান। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদ আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এমন আইনবিদ তৈরি করা, যারা আদালতে শুধু মামলা পরিচালনাই করবে না, বরং সমাজে ন্যায়ের ভাষ্য রচনা করবে। এ জন্য শিক্ষার্থীদের আমরা নিয়মিত মক ট্রায়াল, লিগ্যাল এইড ক্লিনিক, বিতর্ক ও গবেষণায় যুক্ত রাখি, যাতে তারা বাস্তব জীবনের জটিলতা বুঝে সিদ্ধান্ত নিতে পারে। আইন বিভাগে রয়েছে ক্যারিয়ার গাইডেন্স সাপোর্ট, যেখানে শিক্ষার্থীরা পায় ইন্টার্নশিপ, বার কাউন্সিল প্রস্তুতি এবং বিচার বিভাগে প্রবেশ সংক্রান্ত পরামর্শ। এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীনে মোট সাতটি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সাইন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল (এলএলবি অনার্স)। রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ। আইএসইউতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
শিরোনাম
- সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স: উপ-প্রেসসচিব
- দ্বার খুললেও সেন্টমার্টিন যায়নি পর্যটকবাহী জাহাজ, হতাশ পর্যটকরা
- ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস, শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ
- নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে, বললেন ট্রাম্প
- সুদানের এল-ফাশেরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
- ক্যালিফোর্নিয়া মিউজিয়াম থেকে হাজারের বেশি ঐতিহাসিক নিদর্শন চুরি
- কেন বাংলাদেশ-নেপাল- শ্রীলঙ্কায় সরকার পতন, যা বললেন অজিত দোভাল
- মার্কিন আগ্রাসন ঠেকাতে রাশিয়া–চীন–ইরানের দ্বারে মাদুরো
- ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, দেহে নির্যাতনের চিহ্ন
- ভেনেজুয়েলায় হামলা নিয়ে ট্রাম্পের সুর বদল
- ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সবুজ সংকেত দিল পেন্টাগন
- ইউক্রেনে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-চীন একসঙ্গে কাজ করবে: ট্রাম্প
- পর্তুগালে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
ভবিষ্যতের দক্ষ আইনবিদ গড়ছে আইএসইউ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
১১ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ
ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস, শীর্ষ ইসরায়েলি জেনারেলের পদত্যাগ
৩৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম