আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেতবা শুক্রাচার্য সর্বগ্রাসী গ্রহ রাহু ও বিঘ্নসৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শূন্য পকেট পূর্ণ শুধু নয়। দীর্ঘদিনে ধারকর্জ ও ঋণের বোঝা নামবে। হারানো বুকের ধন ফিরে পেতে পারেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হবে। শত্রুরা পরাস্ত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কারণে অকারণে কলহবিবাদের সৃষ্টি হবে। পরিবারের কোনো সদস্যের আকস্মিক অসুস্থতার প্রচুর ব্যয় হবে। অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা আসবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বেকার যুবক-যুবতীরা কর্মের সন্ধান পাবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। শিক্ষার্থীর মনবল দশগুণ চাঙা হয়ে উঠবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের পথ খুলবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের মনে হাসির ঝলক ফুটবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। পিতামাতার সঙ্গে কারণে অকারণে কলহবিবাদের সৃষ্টি হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়রা দূরে থেকে মজা দেখবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হতে পারে। প্রেমীযুগলরা দিনটি বেশ মৌজমস্তিতে কাটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানের মনবেদনার কারণ হতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। শ্রমিক-কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখতে হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে। এতদসত্ত্বেও বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনরা হাত বাড়িয়ে ধরবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার বর্তাতে পারে। সন্তানের স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদেও মীমাংসা হবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার বর্তাতে পারে। মামলা মোকদ্দমার মীমাংসা হওয়ার সম্ভাবনা। ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলবে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে।