সরকার বৃহৎ অর্থনৈতিক সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম স্বল্পমেয়াদি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। গত রবিবার প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংক ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর)’ প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক এমন পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকার ব্যাপক অর্থনৈতিক সংস্কার পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে স্বল্পমেয়াদে অর্থনৈতিক কার্যক্রম ধীর হতে পারে, তবে এটি মধ্যম ও দীর্ঘমেয়াদে অর্থনীতির উপকারে আসবে।’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ অগ্রাধিকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক কার্যক্রমের স্বল্পমেয়াদি চাপ সত্ত্বেও অর্থনৈতিক কঠোরতা বজায় রেখেছে। বাংলাদেশ ব্যাংক চলমান মূল্যস্ফীতির চাপ মোকাবিলার জন্য নীতি সুদহার বাড়িয়েছে এবং মুদ্রাবাজারকে স্থিতিশীল করেছে। নীতির সুদহার (রেপো), স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ), এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার বাড়ানোর উদ্দেশ্য ছিল সুদের হার করিডোরকে সঠিকভাবে বজায় রাখা এবং তারল্য ব্যবস্থাপনায় সক্রিয় মনোভাব প্রদর্শন করা।