মিশরের সিনাই উপত্যকায় শনিবার ২২৪ আরোহীসহ একটি রুশ বেসামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রয়টার্স এবং আইএস বা জঙ্গি বিষয়ক পর্যবেক্ষক ‘সাইট’র ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
এদিকে, দুর্ঘটনা খতিয়ে দেখতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কমিশন গঠন করতে দেশটির প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, মিসরের সিনাই উপত্যকায় শনিবার ২২৪ আরোহীসহ একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়। বিমানটি সাইপ্রাস হয়ে রাশিয়ার পিটসবার্গের উদ্দেশে যাচ্ছিল। বিমানটির যাত্রীদের সকলেই ছিলেন রাশিয়ান পর্যটক।
মিসরীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এ-৩২১ এয়ারবাসটি বিধ্বস্ত হয়েছে। এর আগে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছিল, ৯২৬৮ ফ্লাইটের বিমানটি তুর্কি সীমানায় নিরাপদে অবতরণ করেছে।
তবে বিমানটি তুরস্ক নয়, সাইপ্রাস হয়ে যাওয়ার কথা। অনেক প্রতিবেদনে এটি সাইপ্রাসের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য কেউই এখনো বিমানটি বিধ্বস্তের কারণ জানাতে পারেনি।
লোহিত সাগরের শারম আল-শেখ রিসোর্ট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব