২০১২ সালের পর এই প্রথম এশিয়ার তিন অর্থনৈতিক জায়ান্ট চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে একমত হয়েছেন দেশ তিনটির শীর্ষ নেতারা। নিজেদের মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপনেও তারা বিভিন্ন পদক্ষেণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
আজ রবিবার সম্মেলন থেকে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হিউ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
যৌথ বিবৃতিতে বলা হয়, 'আমরা ত্রিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক পুনঃস্থাপন করেছি। ১৬ জাতির মুক্তবাজার সৃষ্টিতে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে (আরসিইপি) আরো জোরদারে একমত হয়েছি।' উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারেও একমত হয়েছেন বলে পার্ক হিউ সাংবাদিকদের জানান।
বিডি-প্রতিদিন/১ নভেম্বর ২০১৫/শরীফ