ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন রেস্টুরেন্ট, বার ও কনসার্টে হামলাগুলো চালানো হয়।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সন্ত্রাসী হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত।
হামলার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে বসে ফ্রান্স-জার্মানির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দেখছিলেন। স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর দ্রুত স্থান ত্যাগ করেন প্রেসিডেন্ট। তাৎক্ষণিক মিটিং করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।
হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠী আইএসকেই সন্দেহ করা হচ্ছে। নাম প্রকাশ না করে ওঁলাদ বলেছেন, ''আমরা জানি, কারা এই সন্ত্রাসী।''
ভিডিও:
ভিডিও:
ভিডিও:
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/ এস আহমেদ