বিশ্বের ২০টি উন্নত দেশের জোট জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার-ই তুরস্কের আনাতালিয়া শহরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের ব্রিটেন সফর শেষ করে গতকাল তিনি লন্ডন থেকে তুরস্কে পৌঁছেন। আজ থেকে আনাতালিয়া শহরে শুরু হচ্ছে ২ দিনব্যাপী জি-২০'র দশম শীর্ষ সম্মেলন। এতে সভাপতিত্ব করবেন তুর্কি প্রধানমন্ত্রী সিরেপ তায়িপ এরদোগান।
সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে তুরস্কে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জোটের অন্য সদস্য দেশগুলোর নেতারা। তবে প্যারিসে ১৩ নভেম্বরের ভয়াবহতম সন্ত্রাসী হামলার কারণে সম্মেলনে যোগ দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাাঁদ।
সিরিয়া সংকট, ইউরোপে শরণার্থী সংকট ও প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বৈশ্বিক সন্ত্রাসবাদ সম্মেলনে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার বিষয়ে আলোচনাও এতে যথেষ্ট গুরুত্ব পাবে। খবর পিটিআই'র
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ