মার্কিন বিমান হামলায় লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু নাবিল নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। গত শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় বন্দনগরী ডারনা এলাকার একটি কম্পাউন্ডে এ হামলায় তিনি নিহত হন। খবর বিবিসির।
পেন্টাগনের ভাষ্য, ইরাকি নাগরিক আবু নাবিলের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়। এতে ওই জঙ্গি নেতা নিহত হন। নিহত আবু নাবিল উইশাম নাজম আবদ জায়েদ আল জুবাইদি নামেও পরিচিত ছিলেন। তাছাড়া, তিনি দীর্ঘদিন ধরে আল কায়দার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, ইউএস এফ-১৫ এয়ারক্রাফ্ট হামলায় শুক্রবার রাতে ফাত্তায়াহর ডারনা এলাকায় আবু নাবিল নিহত হন। আবু নাবিলের নিহতের ঘটনায় লিবিয়ায় আইএসের মনোবল দেবে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব