বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা জি২০ জোটের ১০তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন। গ্রুপ অব টোয়েনটি ফিন্যান্স মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস সম্মেলন ১৫-১৬ নভেম্বরের এই প্রোগ্রামে জি২০ দেশসমূহের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেবেন। দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদিআরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, লন্ডন, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন।
গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্য ১৯৯৯ সালে গঠিত হয়।
দুদিনের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বিশ্বের বহুদেশের রাষ্ট্রনায়কেরা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং চীনের প্রেসিডেন্ট জি জিংপিং। এছাড়াও ওই সম্মলেনে উপস্থিত হয়েছেন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদিআরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশের প্রতিনিধিরা।
তবে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক প্রসঙ্গগুলোকে ছাড়িয়ে গিয়ে প্যারিস হামলাসহ চলমান সন্ত্রাসবাদ, আইএস সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্মেলনের অন্যতম এজেন্ডা হতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা