প্যারিসে হত্যালীলায় শোকস্তব্ধ বিশ্ব। চলছে সন্ত্রাসবাদ ঠেকাতে একজোট হওয়ার তোড়জোড়। এহেন পরিস্থিতিতেই তুরস্কে জি-২০ সামিট। সব কিছু ছাপিয়ে যেখানে আলোচনার প্রধান বিষয়ই হয়ে উঠল সন্ত্রাসবাদ, সেখানে সামিট শুরুর ঠিক আগেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্ক। মৃত্যু হয়েছে ৫ পুলিশকর্মীর। এই হামলার পিছনেও জঙ্গি সংগঠন আইএসএস জড়িত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
রবিবার জি-২০ সামিট শুরুর আগে তুরস্ক-সিরিয়া সীমান্তে গাজিয়ান্তেপ শহরে গভর্নর অফিসের সামনে আত্মঘাতী বিস্ফোরণটি হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুলিশকর্মীর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী জঙ্গি শরীরে বিস্ফোরক বেঁধে গভর্নর অফিসের চত্বরে ঢুকে পড়ে। তীব্র বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশপাশে কিছু গাড়িতেও আগুন ধরে যায়। পুলিশ এই ঘটনায় দুই নারীকে আটক করেছে। এছাড়া ৩ জন শিশুকেও নিজেদের হেফাজতে নিয়েছে।
এছাড়াও একটি বাড়িতে হানা দিয়ে বেশ কয়েক কেজি বিস্ফোরক ও কিছু মেশিনগান উদ্ধার করেছে পুলিশ।
সূত্র: এইসময়
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ