মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দিয়েছে হ্যাকারদের সবচেয়ে বড় নেটওয়ার্ক এ্যানোনিমাস। ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে তারা ভিডিওবার্তায় এই যুদ্ধের ঘোষণা দেয়।
গত শুক্রবার প্যারিসের ছয় স্থানে হামলায় ১২৯ জন নিহত হন, আহত হন তিন শতাধিক মানুষ। এ হামলার দায় স্বীকার করে আইএস।
ভিডিওতে মুখোশ পরিহিত একজন হ্যাকার বলেন, প্যারিস হামলার দায় স্বীকারকারী ইসলামিক স্টেট, যারা নিরপরাধ মানুষ হত্যা করেছে, তাদের আমরা খুঁজে বের করব।
ফেঞ্চ ভাষায় ওই ভিডিওতে বলা হয়, হামলাকারীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারে না। যুদ্ধের ঘোষণা দিচ্ছি, প্রস্তুত হও। আমরা সবচেয়ে বড় সাইবার যুদ্ধ পরিচালনা করব তোমাদের বিরুদ্ধে।
সর্বশেষ তারা ফ্রান্সের একটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ওয়েবসাইটটি আইএসের সঙ্গে সম্পৃক্ত। এর মাধ্যমে তারা ১৫০০ আইএস সমর্থকের সন্ধান পেয়েছে বলে জানায়।
এ্যানোনিমাস বিশ্বের নামকরা কয়েকটি হ্যাকার গ্রুপের মধ্যে একটি। ২০০৩ সালে তাদের আত্মপ্রকাশ করে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ