আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে অন্তত ২০ অভিবাসী নিখোঁজ হয়েছেন। আফ্রিকার ওই সব লোক আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছিলেন। স্পেনের উদ্ধারকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
পশ্চিম সাহারা উপকূল থেকে ২০ মাইল দূরে মঙ্গলবার দিনশেষে ওই নৌকাডুবির ঘটনা ঘটে বলে বুধবার স্পেনের উদ্ধারকারীরা জানিয়েছেন। ওই সময় সাগরে ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল। ২২ জনকে জীবিত এবং একটি লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়ারা জানিয়েছেন, নৌকাটিতে একজন নারীসহ ৪০ জন লোক ছিলেন। তাদের স্পেনের কানারি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে এবং রেড ক্রিসেন্ট তাদের সহায়তা করছে।
প্রসঙ্গত, ১০ বছর আগে ইউরোপে যেতে পশ্চিম আফ্রিকার অভিবাসীদের জন্য স্পেনের কানারি দ্বীপ একটি গুরুত্বপূর্ণ রুট ছিল। স্পেন টহল বাড়ানোয় তা বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন