নাইজেরিয়ায় আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলের কানো শহরের একটি ব্যস্ততম মোবাইল ফোন মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর কানোর ফার্ম সেন্টারে এ বিস্ফোরণ ঘটায় দুই নারী। এরমধ্যে একজন ১১ বছর বয়সী এবং আরেক জনের বয়স ১৮।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় বোমা বাহক হিসেবে অল্প বয়সী মেয়েদের ব্যবহার করছে উগ্রপন্থি সংগঠন বোকো হারাম।
এ ঘটনায় গত ছয় বছরে এই অঞ্চলে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ২ দশমিক ৬ মিলিয়ন গৃহহীন হয়ে পড়ে।
২০১৪ সালে কানোর ওই এলাকায় বোকো হারামের হয়ে এক সপ্তাহে প্রায় চারবার বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতি তরুণীরা।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে নাইজেরিয়ার ইয়োলা শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জনের প্রাণহানি ঘটে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন