বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারের ভ্রান্তনীতি নিয়ে তোপ দেগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর দেখানো পথ অনুসরণ করার উপদেশ দিলেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
বৃহস্পতিবার ভারতের সাবেক নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদিকে উদ্যেশ্য করে তিনি একথা বলেন।
মনমোহন সিং বলেন ‘দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর অবদান অনেক। দেশের বর্তমান সঙ্কট মোচনে নরেন্দ্র মোদির উচিত তাদের থেকে শিক্ষা নেওয়া।
বিজেপির সিনিয়র নেতা অটল বিহারী বাজপেয়ীর একটি বক্তব্য উদ্ধৃত করে ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বাজপেয়ী যখন সংসদে বিরোধী দলনেতা ছিলেন সে সময় ইন্দিরা গান্ধীকে দুর্গা বলে সম্বোধন করতেন। তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী তাঁর কূটনীতিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই পূর্ব পাকিস্তান সঙ্কটের সমাধান করেছিলেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে বিরাধীরা যখন ‘ইন্দিরা হটাও’ এর দাবি তুলেছিল, তখন ইন্দিরা গান্ধী ‘গরীব হটাও’ এর কথা বলেছিলেন এবং ইন্দিরা গান্ধীর নীতির কারণেই ভারতের দারিদ্র দূরীকরণ অনেকটাই দূর হয়েছিল। ইতিহাসের দিকে তাকালেই দেখা যাবে ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে কংগ্রেস বড় ভূমিকা নিয়েছিল কিন্তু বর্তমানে দেশে একটা ভ্রান্তনীতি বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব