উত্তরপূর্ব ভারতে ভূমিকম্প পরবর্তী ভূকম্পন [আফটারশক] অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬ ছিল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
ভারতের স্থানীয় সময় আজ ভোররাত ৪টা ৩৭ মিনিটে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস'র এ তথ্য জানায়। দেশটির আবহাওয়া দফতর জানায়, প্রায় এক মিনিট স্থায়ী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের তামেনগ্লং। তবে মনিপুর রাজ্য সরকারের মতে, এর কেন্দ্রস্থল ছিল ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরের তামেনগ্লং এলাকার ননি গ্রামে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুর। সেখানে এখন পর্যন্ত ছয় ব্যক্তির প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় একশ'র মতো ব্যক্তি। এছাড়া দেশটির বিহার, আসাম, ঝাড়খণ্ড , ওড়িষা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এ ভূমিকম্প অনুভূত হয়। পার্শ্ববর্তী দেশ ভুটান, মিয়ানমার এবং বাংলাদেশেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে আতঙ্কিত হয়ে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। এছাড়া কয়েকটি ভবনে ফাটলের ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ