যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ে নতুন কিছু বিধিনিষেধের বিস্তারিত প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে যারা এখন থেকে আগ্নেয়াস্ত্র কিনবেন তাদের বিস্তারিত খোঁজ নেওয়া হবে। মঙ্গলবার হোয়াইট হাউজে এ ঘোষণা দেওয়ার সময় রীতিমতো আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন ওবামা। খবর বিবিসির।
বিধিনিষেধের আরোপের ঘোষণা দেওয়ার সময় সেখানে তাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আত্মীয়-স্বজন। তিনি বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে `নিষ্ক্রিয়তার জন্য অব্যাহতভাবে অজুহাত` দেওয়া বন্ধ করতে হবে।
ওবামা বলেন, আমরা এখানে এসেছি শেষ বন্দুক হামলার বিষয়ে কিছু করতে নয়, বরং পরবর্তী হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি বলেন, অস্ত্রের পক্ষের তদবিরকারীরা (গান লবি) হয়তো এখন কংগ্রেসকে জিম্মি করে রেখেছে, তবে তারা আমেরিকাকে জিম্মি করতে পারবে না।’
ঘোষণা এক পর্যায়ে ২০১২ সালে কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ টাউন শহরের একটি স্কুলে দুর্বৃত্তদের হামলায় ২০ শিশুসহ ২৬ জনকে হত্যার কথা স্মরণ করতে গিয়ে ওবামার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে দেখা যায়।
অস্ত্র ক্রয়ে বিধিনিষেধের কেন্দ্রবিন্দুতে থাকবে ক্রেতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া বা `ব্যাকগ্রাউন্ড চেক`। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব ব্যবস্থার অধিকাংশ প্রয়োগ করা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব