গ্যাসের মূল্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং সুদের হার নিতানত্মই কম হওয়ায় গত বছর যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালের পর এই প্রথম মার্কিন কোম্পানিগুলোর গাড়ি বিক্রয় মার্কেটে তেজিভাব এসেছে। ২০০০ সালে ১৭.৩৫ মিলিয়ন তথা এক কোটি ৭৩ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রি হয়েছিল। গত বছর সে সংখ্যা হয়েছে এক কোটি ৭৪ লাখ ৭০ হাজারে। পর্যবেক্ষকরা মনে করছেন, গাড়ির মার্কেট আরও তেজি হবে এ বছরেও। কারণ কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং বেকারের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ৫ জানুয়ারি প্রকাশিত হয়েছে এসব তথ্য। এ তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের কোম্পানির তৈরি নতুন গাড়ি ক্রয়ে আমেরিকানরা ব্যয় করেছেন ৫৭০ বিলিয়ন ডলার।
গত বছর প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য ছিল মাত্র দুই ডলার। আগের বছরের প্রায় অর্ধেক। অপরদিকে, সুদের হার ছিল না বললেই চলে। অটোমোটিভ ডাটা কালেক্টর সংস্থা 'কেলি ব্লু বুক'র বিশ্লেষণ অনুযায়ী, গত বছর বিক্রি হওয়া নতুন গাড়ির গড় মূল্য ছিল ৩৪৪২৮ ডলার করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছর জেনারেল মোটরসের ২ লাখ ৯০ হাজার ২৩০, ফোর্ড কোম্পানির ২ লাখ ৩৭ হাজার ৬০৬, টয়োটার ২ লাখ ৩৮ হাজার ৩৫০, এফসিএ'র ২ লাখ ১৭ হাজার ৫২৭, হুন্ডার এক লাখ ৫০ হাজার ৮৯৩, নিশানের এক লাখ ৩৯ হাজার ৩০০, ভক্সওয়াগন ৩০,৯৫৬টি গাড়ি বিক্রি করেছে।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা