আমেরিকাকে চ্যালেঞ্জ দিতে ফের শক্তি পরীক্ষা ইরানের। একসঙ্গে বেশ কয়েকটি উচ্চক্ষমতা-সম্পন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান। তেহরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশের মরু এলাকায় বায়তুল মুকাদ্দাস নামে বিশাল সামরিক মহড়ার সময় গতকাল রবিবার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মহড়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এন-৬, এন-১০ নাজেয়াত এবং ফজর-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা করা সব ক্ষেপণাস্ত্রই বেশ শক্তিশালী বলে দাবি করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি ইরানের পদাতিক বাহিনী দূর-পাল্লার ট্যাংকের গোলারও পরীক্ষা করেছে। এসব গোলা পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়।
প্রসঙ্গত, এর আগে পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পুরদাস্তান জানান, সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বাড়ানো এবং অসম শক্তির সঙ্গে ক্ষেপণাস্ত্র ও আত্মরক্ষামূলক যুদ্ধের কৌশল চর্চার লক্ষ্য নিয়ে মহড়া শুরু হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শত্রুর যেকোন আগ্রাসন বা হুমকির মুখে ইরানের সামরিক বাহিনী তাদের শক্তি দেখিয়ে দেবে।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-০২