তামিল নাড়ুর এআইএডিএমকে দলের মহাসচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা ষষ্ঠ মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে আজ স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ নিচ্ছেন। সেইসঙ্গে তার সরকারের ২৮ জন মন্ত্রীও শপথ নিবেন। মাদ্রাজ ইউনিভার্সিটির সেনটেনারি হলে রাজ্যের গভর্নর কে. রোসাইয়া তাদেরকে শপথ পড়াবেন। খবর দ্য হিন্দুর
ইতোমধ্যে পাঁচবার তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়ললিতা। তাই এটি তার ষষ্ঠ মেয়াদে রাজ্যের শাসনভার গ্রহণ।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৬/শরীফ