ভিয়েতনামের কাছে অস্ত্র বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভিযেতনাম সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির কম্যুনিস্ট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসির।
হ্যানয়ে দেশটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ওবামা। এক সময়ের শত্রু দুটি দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে সহযোগিতার হার বাড়ছে মন্তব্য করে তা আরও এগিয়ে নেওয়ারও আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, কয়েক দশক ধরে ভিয়েতনামের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ২০১৪ সালে আংশিক প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ওবামা বলেন, এই সফরে এটি পরিষ্কার যে, উভয় দেশের মানুষ সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব