ইয়েমেনের এডেন শহরে জঙ্গিগোষ্ঠী আইএস দুইটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।
কর্মকর্তারা জানিয়েছেন, এডেনে খরমাকসার জেলায় একটি ঘাঁটির কাছে জ্যেষ্ঠ এক সেনা কমান্ডারের বাসার সামনে তরুণ সেনাদের লক্ষ্য করে বোমা হামলা হয়। এতে ২০ জন নিহত হয়। এডেনের এই জেলায় দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদি সরকারের কর্মকর্তারা থাকেন।
সেনাবাহিনীর ঘাঁটির কাছে নতুন সেনাদের ট্রেনিং ক্যাম্পে ঢুকে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায় বোমা হামলাকারী। এর পরপরই পাশের আরেকটি ঘাঁটিতে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে ২৫ জন নিহত হয়।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব