ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে পৃথক হামলায় জঙ্গিদের গুলিতে দেশটির পুলিশের ৩ সদস্য নিহত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
পুলিশ কর্মকর্তা নাজির আহমেদ জানান, শ্রীনগরের কেন্দ্রস্থল জাদিবাল এলাকায় টহল দেওয়ার সময় ২ জন দৃর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে ২ পুলিশ সদস্যকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
অন্য পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটে শ্রীনগরের টেঙ্গপোরা এলাকায় বলে জানিয়েছে পুলিশ। .
এদিকে, এসব ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান চালানোর পরিকল্পনা চলছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব