মাউন্ট এভারেস্ট আরোহণ অভিযানের সময় পরেশ নাথ ও গৌতম ঘোষ নামে দুই ভারতীয় পর্বতারোহীর প্রাণহানি হয়েছে।
নিখোঁজের একদিনের পর দুইজনের মরদেহের সন্ধান মেলে। আরোহণের সময় অসুস্থ হয়ে পড়ায় দুইজনের প্রাণহনি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ট্রেকিং ক্যাম্প এজেন্সির শেরপা ওয়াংচু জানান, শনিবার থেকে পর্বতারোহী পরেশ নাথ ও গৌতম নিখোঁজ ছিলেন। তারা এভারেস্টের চূড়ার কাছাকাছি চলে গিয়েছিলেন। আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে দুইজনই নিখোঁজ হন।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন