মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদাকে আফগান তালেবান গোষ্ঠীর নতুন প্রধান নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে মার্কিন ড্রোন হামলায় সাবেক প্রধান মোল্লা আক্তার মনসুরের বিষয়টিও নিশ্চিত করেছে সংগঠনটি। বুধবার সংগঠনের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়ছেন পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন।
খবরে বলা হয়েছে, তালেবান নেতাদের বৈঠকে মোল্লা হাইবাতুল্লাহ আখহুনজাদাকে তাদের নেতা নির্বাচিত করা হয়েছে। মোল্লা হাইবাতুল্লাহ তালেবান গোষ্ঠীর সাবেক বিচার বিষয়ক প্রধান এবং তালেবান গোষ্ঠীর দুই উপ-প্রধানের একজন ছিলেন।
উল্লেখ্য, শনিবার পাকিস্তানে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আক্তার মনসুর নিহত হন। তবে তার নিহতের বিষয়টি অস্বীকার করে তালেবান। নতুন নেতার নাম ঘোষণার মধ্য দিয়ে তার মৃত্যুর বিষয়টি প্রকারান্তে স্বীকার করে নিয়েছে তারা।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব