ভারতের উত্তরখণ্ড রাজ্যের আলমোড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার আলমোড়ার জেলার চড়ুইঘাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে খবর হিন্দুস্থান টাইমসের।
খবরে বলা হয়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পিএইচসি ভেতরখান ও রানিখেত সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাখেশ জোশি জানান, বাসটি জেলার মাসি এলাকা থেকে নাইনিতাল জেলার রামনগরের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে চড়ুইঘাঁটি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব