ভারতের বিহার, উত্তর প্রদেশ ও পাটনায় গতরাতে বজ্রপাতে কমপক্ষে ১০২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী চন্দ্রশেখর জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
বজ্রপাতে নিহতদের মধ্যে ৫৬ জন বিহারের, ৪২ জন উত্তর প্রদেশের এবং পাটনায় মারা গেছেন ৪ জন। পাটনায় আহত হয়েছেন ৮ জন, বিহারে ২ জন। বিহারে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক প্রধান সচিব ভাস জি জানিয়েছেন।
এদিকে, বিহার রাজ্য সরকার বজ্রপাতে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৪ লাখ রুপি করে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে ভারতের আবহাওয়া বিভাগ বিহারের বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছেন।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ