ব্রিটেন ইউরোপের সাথে থাকবে কি থাকবে না, তা নিয়ে দেশটিতে আজ বৃহস্পতিবার গণভোট। ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন করে ব্রিটেন নতুন পথে হাঁটবে কিনা তার উত্তর মিলবে 'ব্রেক্সিট' নামের এই গণভোটে।
যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথ নাগরিকদের মধ্যে যাদের বয়স ১৮ বা তার বেশি এবং বিদেশে অবস্থানরত যুক্তরাজ্যের যেসব নাগরিকের নাম অন্তত ১৫ বছর ধরে ভোটার তালিকায় আছে- তারা এই গণভোটে অংশ নিতে পারবেন।
ঐতিহাসিক এই ভোট নিয়ে ব্রিটেন এখন অনেকটাই বিভক্ত। পক্ষ-বিপক্ষের দুই শিবিরের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারের পাশাপাশি ব্যক্তিগত আক্রমণের অভিযোগও উঠেছে।
যারা ইউরোপ থেকে বেরিয়ে যেতে চান সেই লিভ'রা- তাদের আলোচনার কেন্দ্রে রেখেছে অভিবাসনের বিষয়টি। তারা অভিবাসীদের ব্রিটেনে আসা বন্ধ করতে চায়। আর সেজন্য ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসা জরুরি বলে মনে করেন তারা।
অন্যদিকে, আর রিমেইন'রা- তাদের প্রচারের ভিত্তি হল অর্থনীতি। রিমেইন গ্রুপ বলছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে ৫০ কোটি মানুষের বাজার হারাবে ব্রিটেন। তাতে অর্থনীতিতে আবার ধস নামবে। আর এই ধস এক যুগেও কাটিয়ে ওঠা যাবে না।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব