সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য রাশিয়া ইরানের একটি বিমান ঘাঁটি ব্যবহার করতে শুরু করার পর যুক্তরাষ্ট্র সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানে সৈন্য মোতায়েন করল রাশিয়া। খবর বিবিসির।
বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যে সিরিয়ায় কথিত আইএস ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাও চালিয়েছে তারা। এর প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, রাশিয়া যেটা করেছে সেটা দুর্ভাগ্যজনক, তবে অপ্রত্যাশিত নয়।
রাশিয়া যে ইরানের বিমান ঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালাতে শুরু করেছে, তা জানা যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকেই। এতে বলা হয়, ইরানের হামেডান ঘাঁটি থেকে মঙ্গলবার দূরপাল্লার টুপোলভ টোয়েন্টি টু এম থ্রি এবং সুখোই থার্টি ফোর উড্ডয়ন করেছে।
বিমানগুলো সিরিয়ার আলেপ্পো ইডলিব ও ডেইর-আল-জুর অঙ্গরাজ্যের বিভিন্ন লক্ষ্যমাত্রায় হামলা চালিয়েছে। রাশিয়া গত বছর সিরিয়ার সামরিক অভিযান শুরু করার পর থেকে এই প্রথম কোন তৃতীয় দেশ থেকে হামলা চালালো।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট,২০১৬/মাহবুব