বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় উপকূলে ভারী বর্ষণ এবং ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ তীরে আঁছড়ে পড়ার আশঙ্কায় ওডিশা সরকারকে সতর্ক করে দিয়েছে ভারতের আবহাওয়া দফতর।
সোমবার থেকেই বঙ্গোপসাগরের উত্তরাংশ এবং সংলগ্ন অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় তা আরো ঘনীভূত হতে পারে। এরই জেরে ওডিশার উপকূলবর্তী এলাকায় প্রবল বর্ষণ এবং সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৪ মিটার (১৩ ফুটেরও বেশি) পর্যন্ত হতে পারে বলে এক বিবৃতি এ আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া দফতর।
বিবৃতিতে আরও বলা হয়, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে সুনির্দিষ্ট নিম্নচাপ রেখা তৈরি হওয়ার জেরে বুধবার ওডিশার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অশান্ত থাকবে। এজন্য ভারতের ওডিশা রাজ্যের উপকূলের মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৬/মাহবুব