সন্ত্রাসবাদ ইস্যুতে এবার পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার দিল্লিতে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে ইনু বলেন, ‘সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানের অত্যন্ত দুর্নাম রয়েছে। বছর পর বছর ধরে জঙ্গিদের নিয়ে পকিস্তানের সেই মানসিকতার কোন পরিবর্তন হয়নি’। ইনু আরও বলেন ‘জঙ্গিদের ক্রমাগত আশ্রয় দিয়ে যাচ্ছে পাকিস্তান আর তার অনেক প্রমাণও পাওয়া গিয়েছে একাধিকবার’।
এদিন দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে বৈঠকের ফাঁকেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানকে তোপ দাগেন ইনু।
আগামী নভেম্বরে ইসলামাবাদে বসছে সার্ক ভুক্ত দেশগুলির বৈঠক। তার আগে সন্ত্রাসবাদ ইস্যুতে রীতিমতো কোণঠাসা পাকিস্তান। বালুচিস্তান, গিলগিটে চলছে তীব্র পাক বিরাধী বিক্ষোভ। ভারত শাসিত জম্মু-কাশ্মীরেও সন্ত্রাস ছড়ানোর পিছনে পাকিস্তানের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের ভিতরেও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।
পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই জামাত-উ-দাওয়া, লস্কর-ই-তৈবা,জইশ-ই-মহম্মদ’ সংগঠনগুলিকে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। ২০০৮ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘও জামাত-উ-দাওয়াকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা দেয়। ২০০৩ সালের এপ্রিলে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দ এবং তার শালাকে ১০ মিলিয়ন ইউএস ডলার অনুদান আটকে দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এর পরও পাকিস্তানে একেবারে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হাফিজ এবং প্রায়ই মিছিল-মিটিং-এ অংশ নিয়ে প্ররোচনা মূলক বক্তব্য রাখার অভিযোগ উঠছে।
সবমিলিয়ে ভারতের পাশাপাশি এবার জঙ্গিদের নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ সুর চড়ানোয় সন্ত্রাস প্রশ্নে পাকিস্তান আরও একটু চাপে পড়ল বলেই মনে করছে কূটনৈতিক মহল।
বিডি-প্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৬/ আফরোজ