ভারতের মুম্বাইতে এবার দইয়ের হাঁড়ি ভাঙতে হলে প্রাপ্তবয়স্ক হতে হবে। এই কথা জানিয়ে দিল বম্বে হাই কোর্ট। একই সঙ্গে নির্দেশ জারি করা হয়েছে, ২০ ফুটের বেশি উঁচুতে এবার থেকে দইয়ের হাঁড়ি বাঁধা যাবে না এবং আয়োজকদের সব দিকের সুরক্ষার দিকে কড়া নজর রাখতে হবে।
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে 'দহি হান্ডি' উৎসবে মাতে পুরো মুম্বাই৷ কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই এই উৎসব পরিণত হয় প্রতিযোগিতায়। ৪০ ফুট পর্যন্ত উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় হাঁড়ির উচ্চতা। আর সেখানে সুরক্ষা নিশ্চিত না করেই তুলে দেওয়া হয় কিশোরদের।
এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী স্বাতী পাটিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বম্বে হাই কোর্ট রায় দেয়, 'দহি হান্ডি' ভাঙতে গেলে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। এই মর্মে মহারাষ্ট্র সরকারকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে৷ যাতে ২৫ আগস্ট এই নির্দেশ কার্যকর করা যায়।
বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন