সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইবলিব প্রদেশে রুশ বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইবলিব প্রদেশের আল কুরা শহরে এ হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পার্শ্ববর্তী দেশ তুরস্কের সরবারি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি।
লেস আল ফারিস নামে এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, হামলায় ১১ কারখানা ও তিনটি যানবাহন বিনষ্ট হয়েছে। এ ছাড়া ৮টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, সশস্ত্র বিদ্রোহীদের দমন করার জন্য ২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সহায়তা করার জন্য সামরিক হামলা চালাচ্ছে রাশিয়া।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব