রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি অ্যাপার্টমেন্টে দেশটির বিশেষ বাহিনীর বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। বুধবার রাশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার চেষ্টার সঙ্গে জড়িত অন্তত তিনজনের সন্ধানে ওই অ্যাপার্টমেন্টে অভিযানে যায় রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় প্রথমে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা গুলি ছুঁড়লে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে ওই চারজন নিহত হন।
নিহতদের মধ্যে যালিম সেবজুকভ, আস্তেমির সেরিয়েভ এবং ভায়চেস্লভ নাইরব নামে তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করেছে রাশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের দাবি, এই তিনজন ককেশাসে জঙ্গি কার্যক্রমে জড়িত।
বিবিসি বলছে, উত্তর ককেশাস অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তবে সেন্ট পিটার্সবার্গে সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের খোঁজে এ ধরনের অভিযানের ঘটনা সচরাচর দেখা যায় না।
১৬ তলা যে ভবনে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, সেখানে অন্যান্য মানুষের বসবাস ছিল। তবে, এতে বেসামরিক কোনো নাগরিক হতাহত হয়নি।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব