ফের প্রকাশ্যেই এক নারীকে গণধর্ষণ করে তার মুখে অ্যাসিড ছুঁড়ে ঝলসে দেওয়া মতো ঘটনা ঘটল ভারতে। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে, ওই নারী এলাহাবাদ থেকে কানপুর আসার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারও কারও মতে, তিনি ভিক্ষা করতেই কানপুরে এসেছিলেন। আবার এটাও শোনা যাচ্ছে, দিন চারেক আগে তিনি কাজের সন্ধানে সেখানে এসেছিলেন। অচেনা শহরে এসে পড়ায় তার ওপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা।
শনিবার ওই নারীকে প্রকাশ্যেই ধর্ষণ করে ৪ জন। পরে তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। এরপর তাকে কানপুর রেল স্টেশনের সামনে লাইনের পাশে ফেলে রেখে যাওয়া হয়। সেখান থেকেই পুলিশ তাকে উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৬/মাহবুব