রোববার ছিল দুবাইয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ সিদ্ধান্ত নিলেন তিনি সরকারি অফিসের কাজকর্ম ঘুরে দেখবেন। তবে সরকারি অফিসে হঠাৎ করে পরিদর্শন করতে এসে নিজেই হতবাক হয়ে গেলেন তিনি। খবর বিবিসির।
খবরে বলা হয়, সকালে সাড়ে সাতটা থেকে তিনি একের পর এক সরকারি অফিসে ঘুরতে শুরু করেন। কিন্তু প্রতিটি অফিসে গিয়ে দেখলেন কর্মকর্তাদের কেউ অফিসে নেই। গাল্ফ নিউজ পত্রিকা খবর দিচ্ছে, সরকারের গণমাধ্যম বিভাগ থেকে টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে খালি অফিসে শেখ মোহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন। অফিসের ডেস্ক ফাঁকা। দেয়ালে শোভা পাচ্ছে তারই পোর্ট্রেট।
তবে গাল্ফ নিউজ বলছে, দুবাইয়ের সরকারি অফিসের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয় তা নিশ্চিত করার লক্ষ্যে শেখ মোহাম্মদ প্রায়ই আচমকা বিভিন্ন অফিসে গিয়ে হাজির হন। পত্রিকাটি বলছে, এর আগে দুবাই বিমান বন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন চালানো হয়েছিল। সে সময় অবশ্য দেখা গিয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে দুবাইয়ের শাসকের পরিদর্শনের সময় যারা অফিসে হাজির ছিলেন না, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৬/হিমেল-১৫