বিজেপি সাংসদ উদিত রাজের পর বাবা রামদেব। দুইদিন আগে অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জেতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ উদিত রাজ। উদিতের মন্তব্য ছিল- ''গরুর মাংস খেয়েই অলিম্পিকে পর পর ৯ টি সোনা জিতেছেন উসাইন বোল্ট।'' বিজেপি সাংসদের ওই মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। এবার গোমাংস ইস্যুতে মন্তব্য করে আলোচনায় আসলেন যোগগুরু বাবা রামদেব।
তিনি বলেন, ''ঘি খেলেই আসল চ্যাম্পিয়ন তৈরি হয়, গোমাংস খেলে নয়।'' সোমবার সোস্যাল সাইটে ট্যুইট করে রামদেব জানান, ''গরুর দুধ থেকে তৈরি ঘি খেলেই আসল চ্যাম্পিয়ন হয়, গরুর মাংস খেলে নয়।'' রামদেবের এই মন্তব্যকে ঘিরে গোমাংস ইস্যুতে ফের সোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।
গত ২৮ আগষ্ট উদিত রাজ ভারতীয় অ্যাথলেটদের প্রসঙ্গ টেনে বলেন, ''ভারতীয় ক্রীড়াবিদদের গরুর মাংস খেতে কোন অসুবিধা নেই। আমাদের সোনার পদক দরকার। আর বিজেপি কখনোই গরুর মাংস নিয়ে আপত্তি তোলেনি।''
বোল্ট সম্পর্কে উদিত রাজ বলেন, ''বোল্ট গরীব ছিলেন। সেই কারণেই তার কোচ বোল্টকে গোমাংস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর তাতেই অলিম্পিকে ৯ টি সোনার পদক জিতেছিলেন বোল্ট।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ