দুই মহাকাশচারীকে আজ সোমবার মহাকাশে পাঠাচ্ছে চীন। চীনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের মধ্যে পাকাপাকিভাবে নতুন একটি মহাকাশ স্টেশন বানানোর প্রস্তুতি নিতেই দুই মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হচ্ছে।
আজ সোমবার বাংলাদেশি সময় ভোর ৫টা ৩৫ মিনিটে একটি রকেটে করে দুই মহাকাশচারী জিং হাইপেং ও চেন দংকে পাঠানো হবে মহাকাশে। তারা যাবেন গত মাসেই মহাকাশে পাঠানো চীনা মহাকাশ গবেষণাগার ‘তিয়াংগং-২’-এ।
সেখানে তারা নতুন মহাকাশ স্টেশন গড়ে তোলার লক্ষ্যে টানা এক মাস থেকে নানা পরীক্ষানিরীক্ষা চালাবেন।
বিডি প্রতিদিন/ ১৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম