ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগর মসুল পুনরুদ্ধার অভিযান শুরু করেছে সশস্ত্র উপজাতি, সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমন্বিত দল।
সোমবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় একথা জানান ইরােকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। খবর আল-জাজিরার।
মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর, যা ২০১৪ সালের জুন থেকে আইএসের নিয়ন্ত্রণে।
বিবিসি জানায়, মসুল ইরাকে আইএসের শেষ প্রধান দুর্গ। কর্তৃৃপক্ষ বলছে, শহরটি হারালে দেশটিতে জঙ্গিগোষ্ঠীটির কার্যকর পরাজয় হবে।
এর আগে, রবিবার তুর্কী সমর্থিত সিরীয় বিদ্রোহীরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হাত থেকে দেশটির সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর দাবিক দখল করে নেয়।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/মাহবুব