সিন্ধু পানি চুক্তি ভেঙে দিচ্ছে ভারত! শুক্রবার ভারতের পাঞ্জাবের ভাতিন্দায় নির্বাচনী জনসভায় মোদির হুঙ্কার, সিন্ধু নদের পানি পাকিস্তানকে দেওয়া হবে না। এই পানি দেশের কৃষকরাই ব্যবহার করবেন।
মোদি বলেন, সিন্ধুনদ সহ রাভি, শতলুজ, বিপাশা নদীর পানি নিয়ে দু'দেশের মধ্যে চুক্তির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের কৃষকরা। এই নদীগুলির পানি পুরোপুরি ব্যবহারে বিশেষ উদ্যোগ নিচ্ছে ভারত।
পাঁচ দশক আগে স্বাক্ষরিত হওয়া সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে এরপরেই জল্পনা উঠতে শুরু করেছে। ১৯৬০ সালে করাচিতে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল এই চুক্তি। তাতে স্বাক্ষর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী, শতদ্রু, বিপাশা এবং ইরাবতী এবং তাদের শাখা নদীগুলির উপর ভারতের পূর্ণ অধিকার থাকবে। এই সব নদীতে পরিবহণ, সেচ, বিদ্যুৎ প্রকল্প গঠনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকবে ভারতের। অন্যদিকে ঝিলম, চন্দ্রভাগা ও সিন্ধু এবং তাদের শাখা নদীগুলির উপর পাকিস্তানের একই ধরনের পূর্ণ অধিকার থাকবে। এছাড়া ঝিলম, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, ইরাবতী এবং সিন্ধু নদের ৮০ শতাংশ পানি পাকিস্তানকে দিতে সম্মত হয়েছিল ভারত।
জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। সেই নাশকতার পরই সিন্ধু পানি চুক্তি থেকে সরে দাঁড়ানোর পদক্ষেপ নিতে পারে দিল্লি। এমনই বিতর্ক জমাট বাধতে পারে। এতেই চরম আতঙ্কিত হয়ে পড়ে পাকিস্তান। সিন্ধু পানি চুক্তির উপরেই প্রতিবেশী রাষ্ট্রের কৃষি ব্যবস্থা নির্ভরশীল। চুক্তি বাতিল করে ভারত জল আটকে দিলে পাকিস্তানের কৃষিজমি শুকিয়ে যাবে।