আন্তর্জাতিক মানসম্পন্ন জুতা ও ফ্যাশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লোটো বাংলাদেশ তাদের উন্নত প্রযুক্তির নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছে গাজীপুরের কাপাসিয়ায়। আগামী ১৮ মে আনুষ্ঠানিকভাবে এই আধুনিক কারখানার উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড ২০০৭ সালে মাত্র ৩৫ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১১ সালে প্রতিষ্ঠানটি ইতালির স্পোর্টস ব্র্যান্ড লোটোর বাংলাদেশে একমাত্র লাইসেন্সধারী হিসেবে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি প্রিমিয়াম মানের জুতা ও পোশাক পণ্য উৎপাদনে করছে।
নতুন এই কারখানায় থাকবে পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক অটোমেশন লাইন, শ্রমিকবান্ধব পরিবেশ এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র, যা দক্ষ জনবল তৈরি করবে। কারখানাটির মাধ্যমে সহস্রাধিক কর্মসংস্থান তৈরি হবে এবং রপ্তানিমুখী উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
নতুন কারখানা উদ্বোধনের দিনেই লোটো বাংলাদেশ উন্মোচন করতে যাচ্ছে তাদের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর নতুন পণ্য 'সুপার লাইট'। এই পণ্যটি হবে অত্যন্ত হালকা, আরামদায়ক, পানিরোধী এবং দামের দিক থেকেও থাকবে গ্রাহকের নাগালের মধ্যে। ‘সুপার লাইট’ বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ডিভেন্টিলেশন হোল প্রযুক্তি ব্যবহার করে, যা ঘাম ও গরমে আরাম নিশ্চিত করবে।
এই পণ্যটি পারিবারিক অনুষ্ঠান, দৈনন্দিন ব্যবহার, ছুটির দিনের আউটিং, বিচ লাইফস্টাইল এবং ক্যাজুয়াল ওয়্যারের জন্য আদর্শ বলে জানিয়েছেন লোটো বাংলাদেশের কর্মকর্তারা।
লোটো বাংলাদেশ ইতোমধ্যে বাজারে এএমএফ সুপার কমফোর্ট, বুস্ট, ইজি ফিট ও ডিপ ড্রাই টেকনোলজিসহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করে থাকে, যা তাদেরকে স্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল মার্কেটে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে।
বর্তমানে দেশজুড়ে ২২০টিরও বেশি আউটলেট রয়েছে লোটো বাংলাদেশের। নতুন প্রযুক্তি ও ডিজাইনের পণ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরও বিস্তৃতভাবে দেশের গ্রাহকদের সেবা দিতে প্রস্তুত।
বিডি প্রতিদিন/মুসা